Status

শুভ সকাল রোমান্টিক মেসেজ – শুভ সকালের রোমান্টিক এসএমএস

শুভ সকালের রোমান্টিক এসএমএস

শুভ সকাল রোমান্টিক মেসেজ

প্রিয় বন্ধু আজকে তোমাদের জন্য শুভ সকাল রোমান্টিক মেসেজ, শুভ সকাল স্ট্যাটাস, শুভ সকাল রোমান্টিক পিক, শুভ সকাল ছবি নতুন 2024, শীতের শুভ সকাল রোমান্টিক মেসেজ, শুভ সকাল লাভ, শুভ সকাল বউ সকলের সাথে সেয়ার করে রাখুন।

শুভ সকালের রোমান্টিক এসএমএস

অপরুপ এই নীরব ভোরে
তুমি আছো অনেক দূরে,
পাখি ডাকে মধুর সুরে
মনটা যেন হাওয়ায় ওড়ে,
নয়তো দুপুর নয়তো বিকাল,
তোমাকে জানাই শুভ সকাল।

এখনো তোর চোখে আছে
ঘুমন্ত স্বপনের আকাশ,
তবুও তোর মুখে ভাসছে
মিষ্টি হাসির আভাস।
একবার তুই চোখ খুলে
পেতে রাখ কান,
তোকে এখন জানাচ্ছি আমি
শুভ সকালের আহ্ববান।

গান শোনাচ্ছে ভোরের পাখি,
এবার একটু খোল আঁখি।
আমি তোমায় কতো ডাকি;
এতক্ষণ কেউ ঘুমায় নাকি?
কেটে গেছে আঁধার রাত
তোমায় জানাই সুপ্রভাত।

আকাশে দেখো রাত
দিচ্ছে তার যাত্রা,
দিনের আলো তাকে আর
দিচ্ছে না যে পাত্তা।
রাত বললো আসবো ফিরে
আবার আগামীকাল,
তাই তোমাকে জানাচ্ছি
আমি শুভ সকাল!

ভোরের আলো মিষ্টি হাওয়া
সবার জন্য ভালোবাসা,
ভালো চিন্তায় মন দিন
কাটবে সুখে সারা দিন।
সুপ্রভাত।

হলুদ পাখির মিষ্টি গান
সাত সকালের আহ্বান,
ডাকছে পাখি ফুল বাগানে
মিষ্ট মধুর কলতানে,
নতুন সকাল নতুন দিন,
তোমায় জানাই-
Good Morning.

সকাল নিয়ে সুন্দর কিছু স্ট্যাটাস
ঘুম ঘুম রাত শেষে
সূর্য আবার উঠলো হেসে।
ফুটলো আবার ভোরের আলো,
দিনটা সবার কাটুক ভালো।
শুরু হল নতুন দিন,
জানাই এইবার-
“GOOD MORNING”

আজ সকালে ঘুম ভাঙল
একটি পাখির ডাকে।
উঠে দেখি স্নিগ্ধ সূর্য
উকি দিয়েছে আকাশে।
প্রকৃতির চার পাশে
উঠে গেছে আলো।
ভোরের হিমেল হাওয়ায়
মনটা আমার অনেক ভাল।
সুপ্রভাত।

ডাক দেয় ভোরের রবি
ওঠো ওঠো, ওঠো কবি।
শেষ হয়েছে আঁধার রাত,
হাসি মুখে তাই বলছে তোমায়
“বন্ধু সুপ্রভাত”

শুভ সকাল রোমান্টিক মেসেজ

༊━ღ━༎চোখটা একটু ༅༎খুলে দেখ༅༎, বলছি ༅༎তোমায় ভাল থেকো ༅༎। সূর্য মামার মিষ্টি হাসি,༅༎ ফুল ফুটেছে রাশি রাশি।༅༎ শুভ হোক আজকের দিন,༅༎ বলছি তোমায় গুড মর্নিং।༉༎ 🐰

💚︵ღ۵__❝শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি, আছে এক বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল, কিভাবে যে কাটল রাত, জানাই তাকে সুপ্রভাত।-“💗🌻

─༅༎•🙂🍒༅༎•─শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল। কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তুমি এবার খোল দুটি আঁখি। শুভ সকাল।─༅༎•🙂🍒༅༎•─

༊༎─༅༎•চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে। পাখিরা আপন সুরে গান গাইছে। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায় গুড মর্নিং বলছে। গুড মর্নিং।💜

༊💝😜─༅༎•দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে, কারও মন এলোমেলো, কারও মন খুব ভাল, রাত গেল দিন এল, নতুন সুর্য দেখা দিল। শুভ সকাল।❤️

★•┼┼─•|গুড মর্নিং জানু… দিনের শুরুতে বুক ভরা ভালবাসা নিও, অন্তরের অনন্ত প্রেম নিও, মনের মায়া নিও, বিনিময়ে তোমার এই পাগল টাকে সারাদিন একটু ভালবাসা দিও। সুপ্রভাত।💫

❥┼─༊ 💐মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির, পাখির কলতানে চারিদিক মাতোয়ারা। শুধু তুমি নেই পাশে বন্ধু আমার। শুভ সকাল।🌻

⋆⃝⋆⃝❥᭄সূর্য মামার কিরণে আঁধার গেল পালিয়ে। ভোরের শিশির ফোটায়, ফুল উঠল জেগে। ওঠ তুমি মেল আঁখি। সকাল তোমার নিকটবর্তী। অতীত কে পিছনে ফেলে সাজাও তোমার সকাল খানি। শুভ সকাল।🌅

»̶̶͓͓͓̽̽̽⑅⃝✺❥হাতে রাখ হাত। আনব ডেকে নতুন এক প্রভাত… করব শুরু নতুন করে আর একটা দিন… বন্ধু তোমায় জানাই গুড মর্নিং।🌅🌻

✨༊_সকাল বেলার সোনালী আলো,আজ মনটা অনেক ভালো,কিচির মিচির ডাকছে পাখিঁ,খুলে দেখো দুটি আঁখি,শুভ হোক আজকের দিন,জানাই তোমায় গুড মনিং🌅❤️

তুই ঘুমিয়ে থাকলে পরে
লাগে তোকে ভালো,
সকাল বেলার পাখি আমায়
এটাই বলে গেল।
দূর দেশের কোনো অতিথি
তোর চোখেতে এলো,
“শুভ সকাল” বলে তোকে
সেও চলে গেল।

ভোর হল দোর খোল খুকুমনি ওঠরে,
ওই ডাকে জুই সাকে ফুলখুকি ছুটরে।
আলসে নয় সে ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদ মামা টিপ দেয় কপালে।
সুপ্রভাত

স্বপ্ন দেখার প্রহর শেষে,
ফিরল পরীর ঘুমের দেশে।
কালো মেঘের আড়াল থেকে
সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয়
নতুন স্বপ্ন লেখা।
সুপ্রভাত।

আকাশে যখন সূর্য ওঠে
পাখিরা গান গায়,
ফুলেরা তাদের পাপড়ি মেলে
প্রজাপতিকে চায়।
তোমায় ছাড়া দুচোখ আমার
কিছুই ভাবতে না চায়,
তোমাকে সে রাখতে চায়
তার দুটি পাতায়।
সুপ্রভাত।

Fb Bio Bangla – Stylish Facebook Bio Bangla, বাংলা ফেসবুক বায়ো

রাত্রি কালে মেঘ জুড়েছে
স্নিগ্ধ সকাল বেলা,
“শুভ সকাল” জানিয়ে দিলাম
নেইকো অবহেলা।

মায়াবি একটা সকাল,
মিষ্টি একটা সূর্য,
বিশাল একটা আকাশ,
এলোমেলো বাতাস,
সবুজ সবুজ ঘাস,
অপরূপ পাখির ডাক,
সুন্দর একটা দিন,
তোমাকে জানাই
GOOD MORNING.

শুভ সকাল নিয়ে রোমান্টিক মেসেজ

❥༊❝কেয়া হয়ে যদি থাক আমার বাগানে। যত্ন করে রাখব তোমায় আমারি মনে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল। রোজ সকালে বলব তোমায় , শুভ সকাল.❤️👀

︵ლ🌺সূর্যের আলোঘুম ভাঙাল,,।ভোরের পাখিগান শুনাল।।।দূর আকাশেরঝাপসা আলো,।কানে কানেবলে গেল।।।সকাল যেহয়ে এল,।তোমরা সবাইআছো ভাল༎❞⋆◯?

💚 ༅༎ღ-💙__ভোরের মিষ্টি রোদের আলোয় মিসকল দিও। কান্ত দুপুরে মনে পরলে এসএমএস করো। গভীর নিঝুম রাতে যদি ভয় লাগে, তবে ফোন কর ভূতের গল্প শুনাবো কেমন।🌅

ツ💚সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা। সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত। আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।❤️💫

-❤️༅༎ღ-💙ঘুম ঘুম রাত শেষে, সূর্য আবার উঠলো হেসে। ফুটলো আবার ভোরের আলো। দিনটা সবার কাটুক ভালো। শুরু হল নতুন দিন, জানাই এইবার “গুড মরনিং”🌺

●───༆🌺●───༆༊🦋মেঘলা আকাশ শীতল বাতাস, মেঘে ঢাকা মন। সবাই কে জানাই বৃষ্টি ভেজা, সকালের অভিনন্দন_শুভ সকাল🌸

●───༆🌼●───༆༊সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত। আজ সকালে তোমায় জানাই মিষ্টি সুপ্রভাত।❤️‍🩹

︵❝།།💚🌺শিশির ফোঁটার স্পর্শে যেমন ফুলগুলি সব ফোটে, শীতল হাওয়ার ছোয়ায় মন, সতেজ হয়ে উঠে। তুমিও হয়ে উঠতে পারো, এই মুহুর্তের স্বাক্ষী। সকাল বেলার সূর্য তোমায়, তাই করতে চায় সঙ্গী।🌸__শুভ সকাল🌸

༅༎🖤🌸শীতের শীতল ছোয়ায়, সোনালি রোদের মিষ্টি আলোয়, মন বলে সবাই আছ তো ভাল? ভাল থাকার ইচ্ছা জানাই তোমাদের, শুভেচছা…🌅শুভ সকাল।🌅

︵❝།།💚রাত গেল ঘুমে ঘুমে,হয়ে গেল ভোর। ঘুম থেকে ঊঠে পড়, খুলে দাউ ডোর। মনটা রাখ হাসি খুশি, আজ সারা দিন, মন থেকে বলছি তোমায়,🌅”গুড মর্নিং”🌻

শুভ সকাল রোমান্টিক মেসেজ নতুন

•︵🦋🌸ღ۵༎__জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহ্বান । জেগেছে সুর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভালো । জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে জানাই 🎇শুভ সকাল🎇

-︵❝།།কেয়া হয়ে যদি থাকো আমার বাগানে । যত্ন করে রাখবো তোমায় আমারি মনে । ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল । রোজ সকালে বলব তোমায🌿় “শুভ সকাল”.🌿

💚︵ღ۵__❝বৃষ্টির মাঝে সকাল সাজে, মেঘের শব্দ কানেতে বাজে । তোমার স্মৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে । তাই জীবন কাটাবো প্রেমহীন, ভবিষ্যৎ হবে রংগিন । আবার এল সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই 🥀গুড মর্নিং.🥀

__ღ༎❛”সকাল বেলার সোনালী আলো, আজ মনটা অনেক ভালো, কিচির মিচির ডাকছে পাখি, খুলে দেখ দুটি আঁখি, শুভ হোক আজকের দিন, জানাই তোমায় GooD🖤 MorninG.🖤

●───༆༄࿐🍁🌺🦋༄࿐ღ༎ভোর হল দোর খুল খুকুমনি ওঠরে, ওই ডাকে জুঁই সাকে ফুলখুকি ছুটরে । আলসে নয় সে ওঠে রোজ সকালে , রোজ তাই চাঁদ ভাই টিপ দেয় কপালে💚

 ❥❥──🦋🍁🍂🌸🌺🤗💔
সবাইকে জানাই কনকনে শীতে শুভ্র ধুমায়িত কুহেলিকায় সিক্ত এক ভোরের শুভেচ্ছা…❤️ শুভ সকাল💝

︵🦋💛🌻 _ღ༎সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত । আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত🌺.

༎.!💚🌸🥀সকালে ওঠে আমি মনে মনে বলি, সারা দিন যেন তোমায় মিস করি। সকালে ওঠে আম একা একা চলি,সারা দিন তোমার কথা স্মরন করি। শুভ সকাল.💫

༊༎সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। 🥰শুভ সকাল।🥰

শুভ সকাল মেসেজ

ツ●───༊᭄࿐❥সকাল বেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে, শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে। আমিতো আর পাখি নয় বলব উড়ে উড়ে , বলছি তাই শুভ সকাল এস এম এস করে🥀। শুভ সকাল।🥀

༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥༊᭄চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে। পাখিরা আপন সুরে গান গাইছে। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায় গুড মর্নিং বলছে। গুড মর্নিং🎇

༊᭄❥┼─༊🥀😍সুখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”..শুভ সকাল।🌅

_ღ༎গান শোনাল ভোরের পাখি,, এখনও কেউ ঘুমাও নাকি? আমি তোমায় কত ডাকি, এবার একটু খোল আঁখি… কেটে গেল রাত্রি কাল, তোমায় জানাই শুভ সকাল।🌸

•︵🦋🌸ღ۵_.অপরুপ এই নিরব ভোরে,তুমি আছো অনেক দূরে.পাখি ডাকে মধুর সুরে,মনটা যেন হাওয়ায় উরে.নয়তো দুপুর,নয়তো বিকাল,তোমাকে জানাই “শুভ সকাল”🌺

🥀༊━━শিশির ভেজা কোমল হাওয়া, নরম ঘাসের আলতো ছোয়া। মিষ্টি রোদের নরম আলো, আঁখি মেলে দেখবে চলো! সবাইকে-🎇🎇শুভ সকাল*🎇🎇

༊━ღ━༎ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে, সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে, সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে, মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এই এসএমএসে, 💝💝শুভ সকাল💚💚

༊༎🌼তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি, তুমি বর্ষার এক পসলা ব্রিষ্টি, তুমি সকালে উদিত সুর্যের আলো, তুমি হলে বন্ধু আমার অনেক ভালো 💝“শুভ সকাল”💚

-||-︵🦋🌸মায়াবী একটা সকাল, মিষ্টি একটা সূর্য। বিশাল একটা আকাশ, এলোমেলো বাতাস। সবুজ সবুজ ঘাস, অপরূপ পাখির ডাক। সুন্দর একটা দিন, তোমাকে জানাই🖤🥀 গুড মর্নিং।🥀

-||-🖤🌸কেয়া হয়ে যদি থাক আমার বাগানে। যত্ন করে রাখব তোমায় আমারি মনে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল। রোজ সকালে বলব তোমায় । শুভ সকাল

শুভ সকাল স্ট্যাটাস

─༅༎•🏡🌺༅༎•রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়, নতুন আলোয় সাজল নতুন দিন, সেই খুশিতে তোমায় জানাই,🌻 শুভ সকাল !🌅

︵۵🩷”♡💙দুবলা ঘাসের ডগায় জমে থাকা এক ফোটা শিশিরবিন্দু স্পর্শে ভোরে উঠুক তোমার প্রতিটি সকাল।🌸#শুভসকাল❤️‍🩹

-!._۵ღ༎🤗🌻ভোরের প্রথম সোনালি আলো, স্বপ্ন গুলো জাগিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোঁয়ায়। ফুটলো সকাল কাটলো রাত , তোমাকে জানাই শুপ্রভাত।🌺

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎︵ღ۵__🌺আসব রাতে স্বপ্ন হয়ে,, থাকব আমি কাছে… চোঁখ খুলতেই চলে যাব,, ভোরের আলোর দেশে… দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে💫,, শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে❤️

︵۵ღ༎-•শীতের সকালে, কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে। যদি ঘুম ভাঙে তোমার, মনে করবে প্রথম ‘গুড মর্নিং’ উইশটা ছিল শুধু আমার।👀 শুভ সকাল ।💜

︵༏༏♡__۵সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা। সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা💜। শুভ সকাল।😴

-!!☺️🍂💚ফুল হয়ে যদি থাক আমার বাগানে, যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল, রোজ সকালে বলব আমি তোমায🕊️় শুভ সকাল।🌼

_ღ༎༊আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে, হিম-হিম শীতে শরীরটা কাপছে। রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে। কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে। 🥰গুড মর্নিং।🌹

♡︎⎯͢⎯⃝💚সুখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”…….😇 –শুভ সকাল–😚

⎯͢⎯⃝🌼নতুন দিন শুরু হল, মনটা আমার ভালো হলো। সূর্য মামা উঁকি দিল, পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বকা দিল, তাইতো আমার ঘুম ভাংলো । -🌻শুপ্রভাত-🌻

শুভ সকাল ভালোবাসার মেসেজ

-:)<33!🖤চোখটা একটু খুলে দেখ, বলছি তোমায় ভাল থেকো । সূর্য মামার মিষ্টি হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। শুভ হোক আজ্কের দিন, বলছি তোমায় 💝গুড মর্নিং।💚

۵༉💜আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে, আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে, আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে। তাইতো তোমায় আমি জানাই 💝💝শুভ সকাল।🥀

-︵❝།།ভালোবাসা থাকলে সুখি হতে আর কিছুই লাগে না, তাই চলো আজ সকালটা একে অন্যকে ভেবে কাটিয়ে দেই। সারাটি দিন তোমার ভালো কাটুক। শুভ সকাল আমার ভালোবাসা❤️💫

─༅༎•🙂🍒༅༎•─রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। “শুভ সকাল”─༅༎•🙂🍒༅༎•─

─༅༎•🏡🌺༅༎•─সূর্যের আলো ঘুম ভাঙাল,,। ভোরের পাখি গান শুনাল।।। দূর আকাশের ঝাপসা আলো,। কানে কানে বলে গেল।।। সকাল যে হয়ে এল। তোমরা সবাই আছো ভাল??“শুভ সকাল”─༅༎•🏡🌺༅༎•─

!!-🌸✨🖤সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত। আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।।🎇❤️

🦋◎⃝-জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহবান, জেগেছে সুর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভাল, জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে জানাই শুভ সকাল.❤️💫

─༅༎•🌻🌸মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কূল মিলেছে আমিতো আর নাই…………. 🌅শুভ সকাল ..🌅

–` ›♡︎’আয় না আবার আয় না ফিরে, হাঁটব দুজন হাতটি ধরে । একলা আমি আছি বসে, আয় না আবার চুপটি করে বসবি পাশে, থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে…!!!🌅 -শুভ সকাল..❤️‍🩹

ღ༢༎༅💜💫ফুল হয়ে যদি থাক আমার বাগানে, যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে। ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল, রোজ সকালে বলব আমি তোমায়🌅🌻 শুভ সকাল।🥀

তুই চোখ খুললেই আমি
বলবো শুভ সকাল,
প্রতিদিন আমি তোর ঘুম ভাঙাবো
এভাবে চিরকাল।
ঘুম থেকে উঠেই যখন
খুলবি দুটি চোখ,
বলবো আমি তোকে বার বার
তোর দিনটি শুভ হোক।

সু-সুন্দর করো তোমার মনকে,
প্র-প্রতিটি মূহুর্তকে কাজে লাগাও,
ভা ভাই-বোন এবং মা-বাবাকে ভালবাসো,
ত-তারুণ্যে মনকে ভরিয়ে তোলো।

আমি এসেছি পাখিদের মধুর গান নিয়ে,
আমি এসেছি নাম জানা ফুলের গন্ধ নিয়ে,
আমি এসেছি অনেক ভালোবাসা নিয়ে,
এসো ধরো আমার হাত, আমি যে সুপ্রভাত।

সকালের আরও সুন্দর কিছু স্ট্যাটাস
আসবো রাতে স্বপ্ন হয়ে
থাকবো আমি কাছে,
চোখ খুলতেই চলে যাবো
ভোরের আলোর দেশে,
দিয়ে যাবো কিছু স্মৃতি
আজ এই সকালে,
শুভ সকাল জানাই তোমায়
বন্ধুত্তের সাথে।

আলো আধারে এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
বলছে তারা মিষ্টি সুরে
শুভ হোক তোমার সারাবেলা।
শুভ সকাল।

সোনার আলোয় সোনার সকাল
হবে এমন চিরকাল,
তাইতো বন্ধু জানাই তোকে
আজকেও শুভ সকাল॥

পরম করুণাময় আল্লাহর নামে শুরু হোক আরো একটি সুন্দর দিন, শুভ সকাল।

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরেকটি নতুন সকাল দেখালেন। সবাইকে শুভ সকাল। আল্লাহর নামে সবার দিন ভালো কাটুক।

আল্লাহ’র করুণায় আরেকটি সকাল পেলাম। আল্লাহ’র শোকর গুজার করে শুরু করে দিনটি, শুভ সকাল।

গোলাপ ফুলের মত ফুটে ওঠো প্রতি সকালে, শুধু আমার ভুবনে রাঙাতে। আমার সুখের কারন হবার জন্য অনেক অনেক ধন্যবাদ, প্রিয়। শুভ সকাল।

আকাশ দিলাম, সঙ্গে প্রচুর আলো।
সূর্য দিলাম, সঙ্গে প্রচুর তেজ।
বাতাস দিলাম, সঙ্গে প্রচুর সুগন্ধ।
নতুন সকাল দিলাম সঙ্গে প্রচুর আশা।
এর সঙ্গে পাঠিয়ে দিলাম আমার ছোট্ট ভালোবাসা।

প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই…
শুধু শান্ত হয়ে বসে থাকো এবং দেখতে থাকো…
যারা তোমাকে দুঃখ দিয়েছে তারা নিজের কর্মফল ঠিকই ভোগ করবে…এবং তুমি যদি ভাগ্যবান হও তাহলে ভগবান তোমাকে তা দেখার সুযোগ করে দেবে….
সুপ্রভাত….

শুভ সকাল মেসেজ ২০২৪

︵ლ🌺সারা রাত সপ্ন দেখে।কত ছবি মন আকেঁ। এমনসময় সপ্নের রাজা। আমার বলে দিল টাটা। মাএসে দিল ডাকি।খুলতে হল দুটি আখিঁ। জেগে দেখি নাই রাত। তাই বলি Subho sokal Good morning🥀🌻💜

︵❝།།💚🌺আয় না আবার আয় না ফিরে, হাঁটব দুজন হাতটি ধরে । একলা আমি আছি বসে, আয় না আবার চুপটি করে বসবি পাশে, থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে…!!!🌿 Subho sokal Good morning🥀

•︵🦋🌸ღ۵༎__নতুন দিনটি শুরু হলো , মনটা আমার ভালো হলো সূর্য মামা উঁকি দিলো , পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বকা দিলো , তাইতো আমার ঘুম ভাঙলো। 🌅* 🌅শুভ সকাল।*🌅

__ღ༎❛”ওঠো , আর কতক্ষন শুয়ে থাকবে ? সব সময় শুয়ে থাকো ঘুমিয়ে কি জীবন টা কাটাবে উঠে পর উঠে আবার আমায় ফোন করো না আমি ঘুমোচ্ছি —-🌅শুভ সকাল—-🖤

⎯͢⎯⃝🩵মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির, পাখির কলতানে চারিদিক মাতআরা। শুধু তুমি নেই পাশে বন্ধু আমার।🌅শুভ সকাল—-🖤🌿

༊༎মানুষ বলে যে প্রতিটি সকালই এক। আমি একমত না, যেদিন সকালে তোমার সাথে দেখা হয়, সেই দিনটি আমার অসম্ভব ভালো লাগার। সুপ্রভাত প্রিয়তম!💜💫

༊᭄❥┼─༊🥀😍আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমাদের জন্য রইলো শুভ কামনা- —শুভ সকাল।**💝

༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥༊᭄শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি, আছে এক বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল, কিভাবে যে কাটল রাত, জানাই তাকে “সুপ্রভাত”।🌸

—————–
সেই রাতের আকাশের মাঝে ছিল না তো চাঁদ,,
ছিলে না তুমি পাশে,,
ছিল বিষন্ন সে রাত!
আমি কেঁদেছি তোমাকে ভেবে,,
তুমি ফিরে এলে না,,
আকাশের কান্না ভেজা বৃষ্টি তবু থামলো না!
সুপ্রভাত….
—————–
দিন আসে দিন যায়,
কখনো ফিরে পাবনা অতিত
ভাই
সূয ওঠেছে আকাশ পানে
চক্ষু মেলে দেখ এবারে
শুভ সকাল
—————–
ঠান্ডা ঠান্ডা বাতাস…
কুয়াশায় ঢাকা সাদা আকাশ…
ভোরের পাখি দিচ্ছে ডাক …
বলছে দেখো সুপ্রভাত…
—————–
আজকের দিনটি তোমার
জীবনের শ্রেষ্ঠ দিন যেন হয়,
এই শুভ কামনা নিয়ে তোমাকে
জানাই শুভ সকাল
—————–
এক কাপ চায়ে আমি তোমাকে চাই
রাত ভোর হলে আমি তোমাকে চাই,
সকালের কৈশোরে তোমাকে চাই,
শেষ পর্যন্ত আমি তোমাকে চাই…
সুপ্রভাত
—————–
এখনো তোমায় প্রতিদিনই দেখি ।
কিন্তু এই এখনকার তুমি আর সেই আগের তুমি,
বদলে যাওয়া সময়ের
মত,ঘড়ির কাটার মত,রংধনুর সাত
রংয়ের মত নিজেকে পরিবর্তন
করেছো..
সেই পরিবর্তিত তোমাকে জানাই
সুপ্রভাত…..
—————–
আজ সকালে ঘুম ভেঙে আপন মনেই হঠাত হেসে উঠলাম… মনে মনে কারণ খুঁজতে গিয়ে বুঝলাম আমি তোমার কথা ভাবছিলাম.. তাই তোমাকে জানাই শুভ সকাল
_______________________
এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন !!
এক পাশে নীল আর এক পাশে কাশবন ,
এক পাশে সমুদ্র আর একপাশে পাহার ,
এক পাশে তুমি ; আর এক পাশে আমি….
শুভ সকাল….
—————–
প্রতি সকালে সূর্য বলে “আমার মত জেগে ওঠো ”
আকাশ বলে “আমার মত উচ্চতর লক্ষ্য নাও”
বায়ু বলে “আমার মত সবাইকে প্রাণবন্ত করে তোলো”
শুভ সকাল……
—————–
কিছুটা রাগ কিছুটা অনুরাগ
কিছুটা ভাব কিছুটা উদাসিনতা
তুমি সুচনা শুভ সুচনা
তুমি আমার প্রতিদিনে
শুভ সকাল
—————–
শীত মানে দিনটা খুব ছোট,
আর রাত মানে খুবই বড়
আর এই রাতটা পার করেই আসে নতুন দিগন্ত
এই নতুন দিনে সবার শুভ হোক এটাই কামনা
সুপ্রভাত
—————–
কুয়াশা ভেজা মিষ্টি সকাল
রোদের লুকোচুরি খেলা
তোমার ভাল কাটুক
আজকের সারাটি বেলা…
….||শুভ সকাল||….
—————–
দিনের আলোর সাথে
ছোট এবং বড়
আনন্দ গুলো উজ্জ্বল হয়ে উঠুক।
শুভ সকাল
—————–
তোমার সকাল হলেই
সূর্য ওঠে আমার আকাশে,
তোমার ভালো থাকাই
সুপ্রভাতের বার্তা নিয়ে আসে
—————–
আলোয় রাঙা ভোর এসেছে
দুয়ারে তোমার আজ,
খোলো আঁখি, ডাকছে পাখি
শুধু করো কাজ।
সারাটা দিন কাটুক তোমার
আনন্দ আর গানে,
নতুন দিনের নতুন হাওয়া
লাগবে তোমার প্রাণে ….
===== শুভসকাল======
—————–
রাত ফুরিয়ে হল ভোর
তোমার চোখে এখনো ঘুমের ঘোর,
ওঠো সবাই ওঠো
চোখটি মেলে দেখো,
কি অপরূপ মিষ্টি সকাল
সবাই কে জানাই
শুভ সকাল।
—————–
দায়িত্ব মানুষকে কঠিন করে,
লড়াই করতে শেখায়।তাই
সবারই কিছু না কিছু দায়িত্ব
থাকা উচিত।
শুভ সকাল
—————–
যদি তুমি জানো তোমার
মধ্যে অসম্ভব বলে কোনো
শব্দ নেই,তাহলে আজকের দিনটি
তোমার জন্য…..
ভালো কাটুক তোমার দিনটি….
শুভ দিন

শিশির ফোঁটার স্পর্শে যেমন ফুল গুলি সব ফোটে, শীতল হাওয়ার ছোয়ায় যেমন মন সতেজ হয়ে ওঠে, তুমিও হয়ে উঠতে পারো এই মুহুর্তের স্বাক্ষী, সকাল বেলার সূর্য তোমায় তাই করতে চায় সঙ্গী। শুভ সকাল।

আজ তোমার জন্যে বিশেষ ব্রেকফাস্ট্…যেখানে আছে এক প্লেট্ ভালবাসা, এক চামচ আশা, এক বাটি শান্তি, এক হাতা যত্ন আর এক গ্লাস্ প্রার্থনা…উপভোগ করো তোমার খাবার…কারণ তুমি ভগবানের তত্ত্বাবধানে আছো। সুপ্রভাত।

আরো একটা রাত কালের গভীরে হয়ে গেল বিলীন,
চেয়ে দেখো তোমার সামনে আছে একটি সুন্দর দিন,
ওঠো বন্ধু…ধরো আমার বাড়িয়ে থাকা হাত,
শুরু কর নতুন দিন, জানাই সুপ্রভাত।

যখন তোমায় দেখি মনে জাগে বুক ভরা স্বপ্ন, তাই ছুটে এলাম তোমার কাছে জানাতে নতুন ভোরের শুভেচ্ছা…সুপ্রভাত

আমার সকাল গুলো এতো সুন্দর হয় কারণ আমি জানি যে, আমার জীবনে তোদের মতোন কয়েকটা এমন বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি নিজের জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারি। সুপ্রভাত।

তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে,
সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে,
দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত,
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায়, সুপ্রভাত।

দিনের প্রতিটি মুহুর্তের একটা নিজস্ব প্রয়োজনীয়তা ও মাধুর্য্য আছে। তাই দিনের শুরুটা ভালো করে করে দাও। সারা দিনটি ভালোভাবে উপভোগ করার জন্যে নিজেকে তৈরী করে নাও। সুপ্রভাত।

সকাল নিয়ে আর্কষণীয় স্ট্যাটাস

চোখ অশ্রুর জন্যে নয়,
মন ভয় পাওয়ার জন্যে নয়,
জীবনের প্রতিটি মূহুর্তকে উপভোগ করো,
তোমার হাসি টুকুই পৃথিবীর অনেকের ঠোঁটে
হাসি ফুটিয়ে তুলতে পারে।
সুপ্রভাত।

হাজার হাজার “গতকাল” আর লক্ষ্য লক্ষ “আগামীকাল” এর মাঝে এই একটা মাত্র “আজ” তোমার কাছে আছে। তাই এটাকে নষ্ট হতে দিও না কোনোভাবে। সুপ্রভাত।

আজকের সকাল বন্ধু
তোর আর আমার,
এইতো সময় হালকা কুয়াশায়
হারিয়ে যাবার,
সকাল বেলার একটু শিশির বিন্দু,
বলে দিল তুই আমার খুব কাছের বন্ধু।
সুপ্রভাত বন্ধু।

সকালের প্রথম সূর্যের আলো তোমার জীবনে আশীর্বাদ হয়ে তোমাকে স্পর্শ করুক। তোমার জীবনের সকল আঁধার কেটে যাক। তোমার সকল কাজেই সফলতা আসুক। তোমার জন্য মিষ্টি একটা সুপ্রভাত।

তোর্ ইচ্ছে গুলো উড়ে বেড়াক
পাখনাদুটি মেলে,
দিনগুলি তোর্ যাকনা কেটে
এমনি হেসে খেলে,
অপূর্ণ না থাকে যেন তোর্ কোনো সখ,
এই কামনায় বন্ধু তোমায় জানাই সুপ্রভাত।

সকাল মানে শুধু একটা সূর্যোদয় না। এটা ঈশ্বরের একটা এমন করিশমা যেটাতে ঈশ্বর অন্ধকারের উপর আলোর জয় কায়েম করে দিয়ে যান প্রতিবার। সুপ্রভাত।

আরও পড়ুন: নিজেকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কিছু কথা

আরও দেখুন: মাকে নিয়ে উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা, বাণী, ও কিছু কথা

প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা দিতে এখানে ক্লিক করেন।

শুভ সকাল রোমান্টিক ক্যাপশন

সকাল বেলার সেই ধানের শিশির ভেজা গ্রামীণ পরিবেশে আমি যেন তোমায় খুঁজে পাই। শুভ সকাল প্রিয়তমা

তুমি যে আমার সেই স্বপ্নের রানী সকাল বেলার ঘুম ভাঙ্গার কারণ, তুমি যে আমার জীবনের আলো।

তোমার জন্য রূপালী চাঁদ, তোমার জন্য তারার মেলা আর মিষ্টি সকাল বেলা। শুভ সকাল

রাত্রি কেটে ভোর হলো সূর্যের নতুন আলোর ছোঁয়ায়, সেই আলোর ছোঁয়ায় শুরু হলো নতুন দিন, সেই সাথে তোমায় জানাই সুপ্রভাত-শুভ সকাল।

মিষ্টি মিষ্টি এই সকালের রোদে কুয়াশা ভেজা মনটা আমার তোমায় যেন শুধু দেখতেই মন চায়। শুভ সকাল

ভোরের প্রথম সোনালি আলো, স্বপ্নগুলো জাগিয়ে গেলো। সবাইকে জানাই সুপ্রভাত।

গান শোনালো সকাল পাখি, এখনো সবাই ঘুমাচ্ছো নাকি! শুভ সকাল।

শিশির ভেজা সবুজ ঘাসে, শিশির কণা রয়েছে হেঁসে,
বিদায় নিচ্ছে কালো রাত, সকলকে জানাই সুপ্রভাত।

প্রতিদিন নতুন ভাবনা, নতুন আশা,
নতুন অনুপ্রেরণা নিয়ে শুরু করুন একটি সকাল, শুভ সকাল।

“💗🌻নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ, নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ, স্বপ্ন গুলো পূরণ হোক, আকাশে সুর্য, নিচ্ছে আলো, দিনটি তোমার কাটুক ভাল। শুভ প্রভাত🌹।

╮/╱
╰💜
╱/╰┘‎‎‎‎‎‎‎‎‎‎‎‎সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা। সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা🌺। শুভ সকাল🌺

༊༎─༅༎•রাতের আধার পালিয়ে গেল সূর্য মামার ভয়ে। পাখি গুলো গান গাইল তুমি উঠবে বলে। আকাশ ভরা রুপালি আলো। আজকের সকাল টা তোমার কাটুক ভাল❤️ শুভ সকাল❤️

❥༊❝তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে। সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে। দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত। তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।💜

༊_ভোরের আলো দিল উঁকি,,, তোমার আশায় আমি থাকি… আমার কাছে আসবে বলে,,, বাগান ভরা ফুলে ফুলে… খুশির জোয়ার সীমাহীন,,👀, তোমায় জানাই গুড মর্নিং।🎇

༊💝😜─༅༎•স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরি ঘুমের দেশে। কাল মেঘের আরাল থেকে সুর্য দিল দেখা। তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লিখা। শুপ্রভাত।💝

★•┼┼─•|জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে। রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে, সকাল সাজাও গুড মর্নিং বলে, হ্যাপি গুড ডে টু ইউ।💜🌸

❥┼─༊ 💐মিষ্টি মিষ্টি আজকের সকাল, উষ্ণ আকাশ মৃদু মৃদু বইছে বাতাস। দু চোখ খুলেছি শুধু তোমার টানে। আমায় রেখ তোমার মনের একটি কোনে। ভাল কাটুক তোমার আজকের সারাটা দিন, তোমায় জানাই শুভ সকাল।❤️💫

⋆⃝⋆⃝❥᭄আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে। উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে। প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল। সুপ্রভাত।❤️‍🩹💫

⑅⃝✺❥রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়, নতুন আলোয় সাজল নতুন দিন, সেই খুশিতে তোমায় জানাই, শুভ সকাল !💜💫

আলো সূর্যের হোক কিংবা আশার,
দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে -শুভ সকাল।

ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাকো সব সময় ভালো, শুভ সকাল।

সূর্য মামা উকি দিলো। পাখিরা সব উড়াল দিলো, আমার ঘুমটি ভেংগে গেলো, শুভ সকাল।

আরও জানতে: অপেক্ষা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

শুভ সকাল রোমান্টিক ছন্দ

তুমি সকালের উদিত সূর্যের আলো, তুমি সকালের শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি সেই পাহাড়ের ঝর্ণার পানি, তুমি বর্ষার এক শাপলা বৃষ্টি। শুভ সকাল প্রিয়।

শিশির ভেজা এই সকালে যদি তুমি ফুলের পাপড়ির মত আসতে জীবনে, তাহলে আর কখনো ছেড়ে যেতাম না তোমার ওই দু’খানা হাত।

এই সকালের মিষ্টি রোদের হিমেল হাওয়ায় আজ মনটা আমার অনেক ভালো আর প্রকৃতির চারপাশে উঠে গেল আলো।

এমনই একটা সকালের আশায় ছিলাম যে সকালে তুমি আমায় জাগিয়ে তুলবে আর এক কাপ চা এনে আমার পাশে বসে থাকবে।

মায়াবী এই সকালটাতে যখনই দেখি তোমার ওই চুলের বাহার, আমার সারাটা দিন যেন কাটে সেই ঘোরে এখন কি হবে আমার। শুভ সকাল প্রিয়।

ওই জেগেছে সূর্য দেবে আলো, দিনটা আমার আজ কাটুক ভালো, জেগেছে ভোরের আলো অতীত গেল পিছনে ফেলে সাজাও তুমি সকাল খানি। শুভ সকাল।

দিনের শুরুটা হোক সুন্দর কিছু দিয়ে, সবাইকে নতুন ভোরের আলোয় নতুন আশা নিয়ে জাগ্রত হবার জন্য ডাকছি। শুভ সকাল সবাইকে।

বিপদ আপদ মুক্ত একটি দিনের কামনায় সবাইকে জানাই শুভ সকাল। ভালো কাটুক সবার আজকের দিনটি।

চাঁদের আলো ফুরিয়ে এলো, সূর্য মামা হেঁসে উঠলো, সবাইকে জানাই সকালের শুভেচ্ছা। সুপ্রভাত।

ঘুম ঘুম রাতের শেষে সূর্য আবার উঠলো হেঁসে, ফুটলো আবার ভোরের আলো শুরু হোক নতুন দিনটি ভালো। সবাইকে জানাই GOOD MORNING.

শুভ সকাল রোমান্টিক মেসেজ

সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই শুভ সকাল ।

ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়,
ফুটলো সকাল কাটলো রাত,
তাই মিষ্টি মুখে জানাই তোমায়
সুপ্রভাত।

যদি হাতে রাখো হাত,
আনবো ডেকে নতুন এক প্রভাত,
করবো শুরু নতুন করে দিন,
বন্ধু তোমায় জানাই,
Happy Good Morning.

ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে .
শুভ সকাল।

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,
তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি,
তুমি বর্ষার এক পশলা বৃষ্টি,
তুমি মাঝ রাতের পূর্ণিমার চাদ,
তুমি সকালের স্নিগ্ধ সূর্যের আলো,
তুমি হলে আমার বন্ধু ভীষণ ভালো,
GOOD MORNING.

দারুন কিছু মেসেজ

ভোরের বেলার সোনালী আঁলো, আজ মনটা অনেক ভালো, কিচির মিচির ডাকছে পাখিঁ, খুলে দেখো দুটি আঁখি, শুভ হোক আজকের দিন, জানাই শুভ ‍হোক তোমার প্রতিটি দিন।

আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি কবে তোমার সাথে সকালে এক সাথে জেগে উঠবো। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। শুভ সকাল।

হতাশার অন্ধকার যতই
ঘনীভূত হোক,ধৈর্য্য ধারণ
করো…..
প্রভাত অতি সন্নিকটে…..
ভালো কাটুক আজকের দিনটি
সুপ্রভাত
—————–
পৃথিবীর বুকটা চিড়ে
সূর্য যখন ওঠে,
পাখির গানে শুদ্ধ হয়ে
ফুলের হাসি ফোটে ৷৷
আবার এলো ভরিয়ে দিতে
এই ধরনীর মুখ,
নাও গো খুঁজে লুকিয়ে থাকা
তোমার পাওনা সুখ ৷৷
—————–
এ যে কেবল তুমিই পাবে
ছড়াও ভালোবেসে,
আমি নেবো একটু খানি
তোমার কাছে এসে ৷৷
শুভ সকাল জানাই তোমায়
এই এস এম এস এ
—————–
সকালের নির্মল বাতাস,
নীল আকাশ,সবুজের ভিড়ে
পাখিদের কলতান ভরিয়ে দিক
তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে…..
সুপ্রভাত
—————–
জীবন একটাই,তাকে
ভালোবাসুন এবং সুখী থাকুন…..
ভালো কাটুক আজকের দিনটি….
শুভ দিন
—————–
অপেক্ষারা যখন গল্প বানিয়ে
একাকীত্বের সঙ্গী
জীবন তখন ব্যস্ত দিনে
পরাধীনতায় বন্দী।
সুপ্রভাত
—————–
তোমার কাছে হাজির হলো একটা নতুন দিন,
তাই প্রিয়জনের সাথে খুশি আর আনন্দে এই দিনটির মজা নাও,
যাতে আজ

শুভ সকালের শুভেচ্ছা

তুমি সর্বদা তোমার সমস্ত হৃদয় দিয়ে আল্লাহ কে ভালোবাস। কারণ একমাত্র আল্লাহ তোমাকে সকল সমস্যা থেকে রক্ষা করবে। শুভ সকাল, আমার প্রিয় বন্ধু!

সূর্য মামা উকি দিলো । পাখিরা সব উড়াল দিলো । শহরে গাড়ির হর্ণের আওয়াজ বেড়ে গেলো । আমার ঘুমটি ভেঙ্গে গেলো । তোমাদের জানায় শুভ সকাল ।

আসব রাতে স্বপ্ন হয়ে,, থাকব আমি কাছে… চোঁখ খুলতেই চলে যাব,, ভোরের আলোর দেশে দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে, শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।

সুপ্রভাত! জাগো, আমার প্রিয়, একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে। মিষ্টি সকালটি তোমার জন্য চিরকাল অপেক্ষা করবে না ! শুভ সকাল!

আমার প্রতিটি সকাল শুরু হয় তোমার কথা ভাবতে ভাবতে! তোমার মিষ্টি হাসি আমার জন্য সপ্নের মিষ্টি সকাল। এই মিষ্টি সকালকে জানাই শুভ সকাল।

জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে। রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে, সকাল সাজাও শুভ সকাল বলে।

রাতের অন্ধকার কেটে সকাল আসে। মিষ্টি আলো নিয়ে আসে নতুন সকাল। তুমি আমার সেই সকাল। শুভ সকাল প্রিয়!

ভোরের শিশির মিষ্টি আলো বন্ধু তুমি আমার আলো। তুমি আছো মনের মাঝে থাকবে তুমি আমার হয়ে। নতুন সকাল স্বাক্ষী রেখে বলছি ভালোবাসি তোমাকে। শুভ সকাল!

স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরি ঘুমের দেশে। কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা। তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা। শুপ্রভাত।

—————–
প্রতিদিন সকালে আমাদের নতুন
করে জন্ম হয়,তাই অতীতে কি করেছো
তাতে সত্যিই কিছুই সে যায় না….
প্রতিদিন নতুন করে শুরু করো।
সুপ্রভাত
—————–
জীবন একটাই,তাকে
ভালোবাসুন এবং সুখী থাকুন…..
ভালো কাটুক আজকের দিনটি….
শুভ
—————–
সকালের নির্মল বাতাস,
নীল আকাশ,সবুজের ভিড়ে
পাখিদের কলতান ভরিয়ে দিক
তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে…..
সুপ্রভাত
—————–
হতাশার অন্ধকার যতই
ঘনীভূত হোক,ধৈর্য্য ধারণ
করো…..
প্রভাত অতি সন্নিকটে…..
ভালো কাটুক আজকের দিনটি
সুপ্রভাত
—————–
পৃথিবী জুড়ে অনেক ভাষা আছে,
কিন্তু হাসি তার মধ্যে শ্রেষ্ঠতম ভাষা….
তাই তোমার মুখের হাসি কখনো ম্লান
হতে দিও না….
হাসো এবং অপরকে হাসাও……
শুভ দিন
—————–
ইতিবাচক চিন্তা করো,
দেখবে পৃথিবী কতো সুন্দর…..
শুভ হোক আজকের দিনটি তোমার।
সুপ্রভাত
—————–
ঘুম ঘুম রাত শেষে,
সূর্য আবার উঠলো হেসে,
ফুটছে ওই দিনের আলো,
দিনটা সবার কাটুক ভালো।
শুভ দিন
—————–
তুমি সব কিছু জানো না,
সব কাজ করতে ও পারোনা,
কিন্তু সব কিছু জানার ও সব কাজ
করতে পারার চেষ্টাটুকু তো করতে পারো…..
শুভ দিন
—————–
সকলকে খুশি করা সত্যিই খুব
কঠিন কাজ,কিন্তু চেষ্টা করলেই
সকলের সাথে খুশি থাকা এমন কিছু
কঠিন নয়….
ভালো কাটুক তোমার দিনটি
শুভ দিন
—————–
তুমি কতদূর যেতে পারবে,
তা নিয়ে যদি কারোর মনে সন্দেহ
থাকে,তবে তার থেকে এতদূর এগিয়ে যাও,
যেন তার কথা তুমি আর শুনতেই না পারো….
শুভ সকালের শুভেচ্ছা
—————–
খুশি তোমার মধ্যে মিষ্টত্ব বজায় রাখে,
পরীক্ষা তোমাকে শক্তি দেয়,
দুঃখ তোমার মধ্যে মনুষ্যত্ব বজায় রাখে,
অসফলতা তোমাকে নমনীয় করে,
এবং সাহস তোমাকে জীবনের পথে চলতে সাহায্য করে…..
,,,,,,সুপ্রভাত…….
—————–
কিছু বলার আগে শুনে নাও,
প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো,
সমালোচনা করার আগে ধৈর্য্য ধরো,
প্রার্থনা করার আগে ক্ষমা চাও,
হল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো।
প্রতিটি দিন ভালো কাটুক তোমার
সুপ্রভাত

মাঝে মাঝে এমন কিছু পেয়ে যাই,
যা স্বপ্নের মতো,আবার এমন কিছু
হয়ে যায় যা স্বপ্নেও ভাবতে পারিনা…..
সব কিছুর জন্যই নিজেকে প্রস্তুত রাখা উচিত…..
সুপ্রভাত
—————–
পৃথিবীতে সেই সবচেয়ে ধনী…
যার একটি সুন্দর মন আছে।
যার মনে নাই কোন অহংকার…
নাই কোন হিংসা।
আছে শুধু…
অন্যের জন্য ভালোবাসা।
শুভ সকালের শুভেচ্ছা
—————–
ভালো থাকুক ভালোবাসা,
ভালো থাকুক প্রিয় মানুষ…..
ভালো কাটুক তোমার আজকের দিনটি….
শুভ সকাল
—————–
কারোর জন্য চিন্তা করার আগে,
নিজের মনেরও খেয়াল রেখো।
কাউকে নিয়ে ব্যস্ত হওয়ার আগে,
নিযে নিজে একলা থাকতে শেখো।
শুভ সকাল
—————–
প্রতিটা দিনটি আমার কাছে
নতুন উজ্জ্বলতা নিয়ে ধরা দিক,
তোমার মুখে হাসি এবং তোমার
মনের শান্তি যেন সবসময় বজায় থাকে।
ভালো কাটুক তোমার দিনটি
সুপ্রভাত
—————–
জীবনটা খুব ছোটো, তাই
যতদিন দাঁত আছে,হেসে
কাটিয়ে দাও….
আনন্দে কাটুক আজকের দিনটি….
শুভ সকাল
—————–
খুশি থাকার সহজ উপায়,
ভরসা নিজের ওপর করো,
অন্যের ওপর না…..
সকালের শুরুটা সুন্দর হোক এবং
সারাতদ ইন ভালো কাটুক তোমার।
সুপ্রভাত
—————–
অপমানের উচিত শিক্ষা অপমান নয়,
এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই
নিজের কাছে লজ্জা পেয়ে যায়।
একরাশ ফুলের সুবাসের সাথে জানাই
সকালের শুভেচ্ছা
—————–
সকাল বলে দেয় সারাটাদিন তোমার
কেমন কাটবে,তাই সকালের পবিত্রতা,
স্নিগ্ধতা উপভোগ করা এবং খুশি থাকো
ও অন্যকে খুশি রাখো…
সুপ্রভাত
—————–
সাফল্যের জন্য পরিশ্রম করলে,
হয়তো তুমি নেতৃত্ব পাবে…..
কিন্তু যদি তুমি নিজের মনের
শান্তির জন্য পরিশ্রম করো তাহলে
কোনো কষ্টই কষ্ট মনে হবেনা…..
সুপ্রভাত
—————–
আকাশটা আমি তোকে দিলাম,
সূর্যটা তুই আমাকে দিস।
মন খারাপে হারিয়ে গেলে,
মন ভালো তে খুঁজে নিস…..
শুভ সকাল
—————–
সময়ের ওপর বিশ্বাস রাখো,
সে ঠিক সময়মতো তোমার ভাগের
সুখ তোমাকে উপহার দেবে,আর যখন সে
সুখ দিতে পারবে না তখন সে মানুষ চিনতে
শিখিয়ে দেবে…..
শুভ সকালের শুভেচ্ছা
—————–
ভালো কাটুক তোমার আজকের দিন
রাতভোর স্বপ্ন দেখে ভোর-সকালে ক্লান্ত,
যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি তা জানতো।
শুভ সকাল
—————–
ভালো থাকুক সকলে।
আনন্দে ভরে উঠুক সবার জীবন।
সব দুঃখ ভুলে গিয়ে নতুন দিন
নতুন আশা নিয়ে শুরু করো।
শুভ হোক আজকের দিন।
সুপ্রভাত
—————–
যারা ভালোবাসে,
তারা নিজেরা ভালো না থাকলেও,
অন্যকে ভালো রাখার চেষ্টা সবসময় করে।
শুভ সকাল
—————–
সকালের শান্ত বাতাস,
পাখিদের মিষ্টি কলতান,
ফুলেদের সৌন্দর্য্য,
এসব যেন তোমাকে তোমার
সব খারাপ স্মৃতি মুছিয়ে নতুন
উৎসাহ দেয়…..
ভালো কাটুক দিনটি।
সুপ্রভাত
—————–
প্রতিদিন সকালে আমাদের নতুন
করে জন্ম হয়,তাই অতীতে কি করেছো
তাতে সত্যিই কিছুই সে যায় না….
প্রতিদিন নতুন করে শুরু করো।
সুপ্রভাত
—————–
খুশি অনেকটা ফুলের সুগন্ধের মতো
ছড়িয়ে পড়ে,তাই সবসময় খুশি থাকার
চেষ্টা করো,তাহলে সব ভালো জিনিস
তোমার দিকে আসবে।
সুপ্রভাত

—————–

পরিস্থিতি যতই কঠিন আসুক,নিজের
ধৈর্য্য ও শৌর্য্য কখনো হারিও না।
মনে রেখো,
গন্ত্যব্য যতই উঁচুতে হোক
রাস্তা পায়ের নিচেই থাকে।
শুভ সকাল
—————–
পৃথিবী জুড়ে অনেক ভাষা আছে,
কিন্তু হাসি তার মধ্যে শ্রেষ্ঠতম ভাষা….
তাই তোমার মুখের হাসি কখনো ম্লান
হতে দিও না….
হাসো এবং অপরকে হাসাও……
শুভ দিন
—————–
ইতিবাচক চিন্তা করো,
দেখবে পৃথিবী কতো সুন্দর…..
শুভ হোক আজকের দিনটি তোমার।
সুপ্রভাত
—————–
আজ সকালে ঘুম ভেঙে আপন মনেই হঠাত হেসে উঠলাম…
মনে মনে কারণ খুঁজতে গিয়ে বুঝলাম আমি তোমার কথা ভাবছিলাম..
তাই তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা…..
—————–
তিনটে জিনিস জীবনে আর ফেরত পাওয়া যায়না : যেকথা বলে দেওয়া হয়েছে , যে মুহূর্ত চলে গেছে , যে সময় পার হয়ে গেছে..সুপ্রভাত।
—————–
মানুষের মন হলো সুখের নৌকা,
কখনো সুখের পাল তোলে….
আবার কখনো দুঃখের স্রোতে ভাসা,
এই লড়াইয়ের ময়দানে নতুন আশা নিয়ে
রোজ জেগে ওঠা….
সুপ্রভাত
—————–
সকালের এই মেঘলা আকাশ,
মন মাতানো কোকিলের কুহু কুহু ডাক,
শিহরিত করা এই শীতল বাতাস,
সবমিলিয়ে তোমায় জানাই
সুপ্রভাত।।
—————–
ঘাসের উপর শিশির জমেছে
তোমার নূপুর পরা পা রাঙাবে বলে।
জানালা দিয়ে আলো প্রবেশ করেছে
তোমার ঘুম ভাঙাবে বলে…
শুভ সকাল….
—————–
আঁখি খুলে দেখ সখী,
সোনালী সূর্যের আলো,,
প্রভাতের ওই আলোর মতো,
তোমিায় বাসি ভালো।
গ্রহণ করো ভালোবাসা,
এই নিবেদন করি,,
দুজন মিলে ভাসাই চলো,
ভালোবাসার তরী।
“”””””সুপ্রভাত””””””
—————–
ছোটবেলায় যখন কষ্ট পেতাম
তখন সবার সামনে ইচ্ছে মত
কাঁদতে পারতাম,আর এখন
হাজারো কষ্ট চাপা রেখে সবার
সামনে হাসতে হয়।
সুপ্রভাত।।
—————–
সালাম রইল, বন্ধু তোমায়
প্রভাল বেলা ডাকি, ,
ফুটিলো ফুল,পরলো আযান
খোল তোমার আঁখি ।
পাখির গানে কলোকাকলী
সূর্যি মামা হাসে,,
কি অপরুপ এই প্রকৃতি
ফসলে মাঠ ভাসে।
শুভ সকাল
—————–
এক দুই তিন,
শুরু হল দিন
চার পাঁচ ছয়,
নেই কোন ভয় ।
সাত আট নয়
নিশ্চই হবে জয়।
শুভ সকাল
—————–
সুখের জন্য “স্বপ্ন”,
দুখের জন্য “হাসি”,
দিনের জন্য “আলো”,
চাঁদের জন্য “নিশি”,
মনের জন্য “আশা”,
তোমার জন্য রহিল আমার,
অনেক ভালোবাসা”…….
শুভ সকাল
—————–
যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে শিক্ষা দেওয়ার সব চেয়ে ভালো উপায় হল তাদের সামনে হাসি খুশি থাকা…
আর যারা তোমাকে পছন্দ করে তাদের সাথে উচিত মানিয়ে নেওয়া…
শুভসকাল বন্ধুরা ….
—————–
” আজ না ” বলে কোনো কাজ ফেলে রাখবে না…আজকের সময়টা তুমি কাল আর ফেরত পাবে না..
সুপ্রভাত..
—————–
ঠাণ্ডা পানি নিয়ে আমি আসছি তোমার বাড়ি , ঘুম থেকে না উঠলে ঢেলে দিব পানি । আমার উপর রেগে তুমি হবে যখন লাল, তখন আমি বলব তোমায় “শুভ সকাল”
—————–
প্রতি দিন সকালে তোর এস এম এস এর শব্দে যে মানুষটির ঘুম ভাঙ্গতো…
তোর ঐ মিষ্টি মিষ্টি রাগান্বিত সুরে আমার সকাল বেলার ঐ বিছানা ছাড়া…
সুপ্রভাত
—————–
ছোট্ট পাখি বললো এসে,
“আমার কানে কানে”.
সূয্যি মামা উঠেছে আবার,
নতুন কিছুর টানে.
“সুখে থেকো ভালো থেকো,
রেখো ভালোবেসে”,‘
মিষ্টি সকাল জানিয়ে দিলাম,
ছোট্ট এস এম এস-এ..
সুপ্রভাত…
—————–
কিছু নতুন স্বপ্ন.
কিছু নতুন আশা.
কিছু ভালোবাসা.
কিছু চাওয়া.
কিছু ভালো লাগা নিয়ে
তোমাকে বলছি শুভ সকাল!!
—————–
নতুন দিনের নতুন সাজে
রাঙিয়ে দেব তোমাকে আজি,
উদিত হলো সূর্য আলো
থাকো তুমি অনেক ভালো,,
**শুভ সকাল**
—————–
আকাশ যতই মেঘলা হোক,
ভরসা রাখো নিজের উপর,
চিরকাল বাদলা দিন থাকে না…
রোদ নিশ্চয়ই উঠবে।

শুভ সকাল….
—————–
প্রতি দিন সকালে তোর এস এম এস এর শব্দে ঘুম ভাঙে,
তোর ঐ মিষ্টি মিষ্টি রাগান্বিত সুরে আমার সকাল বেলার ঐ বিছানা ছাড়া…
সুপ্রভাত
—————–
ফাগুনের প্রতিটি ফুল,
ছুঁয়ে যাক তোমায়৷
ভালো থেকো,সুখে থেকো,
সবার ভালোবাসায়৷
সু প্রভাত
—————–
তোমার প্রতিটা দিন,প্রতিটা মুহূর্ত সুন্দর
এবং সুস্থতায় কাটুক।খুশির জোয়ার উঠুক
তোমাদের হৃদয়ে।আনন্দে ভরে উঠুক
তোমার জীবন।
শুভ সকাল।
—————–
ভোরের প্রথম সোনালী আলো,
স্বপ্নগুলো জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোঁয়ায়।
ফুটলো সকাল,কাটলো রাত
তোমাকে জানাই সুপ্রভাত।
—————–
দেবীপক্ষের শুভ সূচনালগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। জগতের সকল অশুভ শক্তির বিনাশ হোক।
সুপ্রভাত।
—————–
পাখিরা সব উঠে পড়েছে
শীতের সকালে শিশির ভেজা
সুন্দর একটা দিনকে উপভোগ
করার জন্য।
গুড মর্নিং
—————–
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভোরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
—————–
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভোরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
—————–
ঊষার আলো রাঙিয়ে এবার…
হাসছে আকাশ …
বইছে বাতাস…
ভোরের পাখি গাইছে গান…
ঘুমের থেকে জাগোরে এবার…
ঝলমলিয়ে মিষ্টি মুখে হাসছে দেখো নতুন সকাল…
সুপ্রভাত…
—————–
কাল রাতের গান এলো মোর মনে
তখন তুমি ছিলেনা মোর সনে।
যে কথাটি বলবো তোমায় বলে
কাটলো জীবন নীরব চোখের জলে।
সেই কথাটি সুরের হোমানলে
উঠলো জ্বলে একটি আঁধার ক্ষনে।
শুভ সকাল
—————–
সুন্দর এই সকালে সূর্য্যের কাছ থেকে,
এক রাশ আলো নিয়ে পাঠালাম তোমার জানালার কাছে।
আর প্রজাপতির ডানায় লিখে দিলাম…

শুভ সকাল
—————–
দিন আসে,দিন যায়।
কেউ কাছে এসে,কেউ দূরে যায়।
সব কিছু মেনে নিয়ে বেঁচে থাকতে হয়।
শুভ সকাল।
—————–
ভোরের আলো পড়লো গায়ে,
লাগলো যেন আলো মনে,
শুভ হোক সকাল তোমার
জানাই তোমায় শুভেচ্ছা
—————–
আমার সোনার বাংলা ,
আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,আমার
মনে বাঁজায় বাঁশি।
সুপ্রভাত
—————–
রাতের অন্ধকার শেষ হয়ে,
ফুটলো ভোরের আলো।
পাখিরা গানে গানে জানিয়ে গেল,
সকাল যে হয়ে গেল।
শুভ সকাল
—————–
শীতের সকালটা অনেক
মজাদার ও মিষ্টি,তাই
তাড়াতাড়ি উঠে সকালটা
উপভোগ করো।
শুভ সকাল
—————–
“নতুন” দিন
“নতুন” সকালে
“নতুন” আশা
“নতুন” পরিকল্পনা
“নতুন” প্রচেষ্টা
“নতুন” অনুভূতি
শুভ সকাল
—————–
এই কুয়াশা ও শীতল আবহাওয়ায় সূর্য ওঠার সাথে সাথে নিজেকে নিজেকে উষ্ণ ও আলোকময় করে তোলো….
———-সুপ্রভাত——
—————–
সুন্দর এই মিষ্টি সকালে তোমায়
জানাই আমন্ত্রণ,খুব ভালো কাটুক
তোমার সারা দিনটা।
শুভ সকাল।
—————–
তোমার প্রতিটা দিন,প্রতিটা মুহূর্ত সুন্দর
এবং সুস্থতায় কাটুক।খুশির জোয়ার উঠুক
তোমাদের হৃদয়ে।আনন্দে ভরে উঠুক
তোমার জীবন।
শুভ সকাল।
—————–
এসেছে ভোর চুপি চুপি,
তোমার ঘরে দিচ্ছে উঁকি।

হলদে আলোর আলতো ছোঁয়ায়,
বার্তা জানিয়ে দিচ্ছে তোমায়।

উপর-নীচ আকাশ-পাতাল
তোমায় জানাই *শুভ সকাল*
—————–
হাসছে আকাশ
বইছে বাতাস
গান গাইছে পাখি
ঘুম থেকে ওঠে যে সূর্য
রঙ বেরঙের আলো আঁকি ৷৷
…………শুভ সকাল
—————–
আমার মন যায় রে যায়
গভীর বৃষ্টিতে ভেসে
সূর্য ওঠা ভোরে
একলা মনে দাঁড়াও এসে ৷৷
শুভ সকাল
—————–
ღ_ღ_ জীবন সাজাও স্বপ্ন দিয়ে,
মন সাজাও মন দিয়ে।
রাত সাজাও চাঁদ-
তারা দিয়ে, সকাল সাজাও
গুড মর্নিং বলে
—————–
তুমি আমার জীবনসাথী,
তুমি আমার আশা,
তুমি আমার ভোর বেলার সেই মিষ্টি ভালোবাসা,
শুভ সকাল…
—————–
সুন্দর এই মিষ্টি সকালে তোমায়
জানাই আমন্ত্রণ,খুব ভালো কাটুক
তোমার সারা দিনটা।
শুভ সকাল।
—————–
হাসি হুল্লোড় ,মজার দিন,
হারিয়ে গেছে ওই কূলে,
শিশুর খুশি বইছে আজি
ভোরের শিশির মাখা ফুলে ফুলে…..
শুভ সকাল
—————–
সকাল হলো,
নেই সূর্য,
ঝরছে শুধু বৃষ্টি…
আজ লাগছে তোমায়
কি দারুণ মিষ্টি…
।। শুভ সকাল ।।
—————–
একটা পাখি বলল এসে
আমার কানে কানে ,
শুভসকাল হয়েছে এবার
নতুন কিছুর টানে।
।। শুভসকাল ।।
—————–
গভীর রাতের অন্ধকারের শেষে
সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে।
প্রতিটি সকাল নতুন কিছু করে দেখানোর দিন।
সুপ্রভাত
—————–
একটা হৃদয় খুঁজেছি, মনের মত।
একটা মন চেয়েছি, ছাদের মত।
একটু সুখ খুজেছি, পাখির মত।
একজন ভালবাসার মানুষ খুঁজেছি ঠিক তোমার মত…..
সুপ্রভাত…..
—————–
তখনো কোনো সঙ্গে,জীবনে
স্রেফ মুহূর্ত অনুযায়ী হয়…
কিছু পাখি বাসা বেঁধে থাকে ,
কিছু পাখি ঋতু-পরিযায়ী হয়..
সুপ্রভাত…..
—————–
ঈশ্বর আমাদের সকলের জীবনেই
সুখ লিখেছেন,নির্দিষ্ট সময়ে তা আসবে…
কিন্তু তিনি তার ক্যালেন্ডার আমাদের সাথে
শেয়ার করেন না….
সুপ্রভাত….
—————–
সমস্যা কখনো শেষ হয়না,
একটি গেলে আরেকটা আসে।
কিন্তু তাই বলে আমরা সবসময় তা
নিয়ে চিন্তা করবো এমন নয়।
শত সমস্যার মাঝে হাসি খুঁজে
নেওয়াটাই তো জীবন।
সুপ্রভাত।
—————–
গভীর রাতের অন্ধকারের শেষে
সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে।
প্রতিটি সকাল নতুন কিছু করে দেখানোর দিন।
সুপ্রভাত
—————–
এক গোছা ফুলের সঙ্গে
তোমায় জানাই শুভ সকাল…
সাবধানে থেকো,নিজের
খেয়াল রেখো….
—————–
বৃষ্টি ভেজা দিনে
বৃষ্টি ভেজা কিরণ
নিত্য নতুন আনন্দে
তাকেই করি বরণ ।
শুভ সকাল….
—————–
শুভ রবিবার।
কামনা করি,তোমার এই ছুটির
দিনটি ভালো কাটুক।তুমি ও তোমার
পরিবার অনেক মজা করো।
সুপ্রভাত।
—————–
তোর দুটি চোখ
এবার একটু খুলুক,
আমার বন্ধু কত সুন্দর
সকালটা একটু জানুক।
মুখটি খুলে এখন তুই বল-
“গুড মর্নিং”
—————–
স্নিগ্ধ আলো রোজ সকালে,
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম,
তোমার হৃদয়ের মন্দিরে।
শুভ দিন
—————–
ঘুম ঘুম রাত শেষে,
সূর্য আবার উঠলো হেসে,
ফুটছে ওই দিনের আলো,
দিনটা সবার কাটুক ভালো।
শুভ দিন
—————–
তুমি সব কিছু জানো না,
সব কাজ করতে ও পারোনা,
কিন্তু সব কিছু জানার ও সব কাজ
করতে পারার চেষ্টাটুকু তো করতে পারো…..
শুভ দিন

—————–

স্বার্থপর লোকেরা কখনোও
দুঃখের ভাগ নেয় না,
তারা সব সময় সুখের ভাগের
আশা করে.
সুপ্রভাত
—————–
বারান্দায় ভোরের পাখির কুজন,
আর গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ
হাতে সকাল।
সুপ্রভাত
—————–
মানুষ অন্ধকারে যতই ডুবে যাক,
সূর্যটা প্রতিদিন আলোকিত হতে শেখায়…
শুভ সকাল
—————–
স্বপ্ন দিয়েই শুরু,
স্বপ্ন দিয়েই শেষ
স্বপ্ন দিয়ে যায় না বাঁচা
বাস্তবটাই বেশ।
শুভ সকাল
—————–
♪গান শুনালো ভোরের পাখি&gt;
এতক্ষণ কেউ ঘুমায় নাকি..??
আমি তোমায় কত ডাকি`
এবার একটু খুলো আঁখি ।
কেটে গেলো রাত্রিকাল__
তোমায় জানাই “শুভ সকাল”
—————–
জীবন একটি ছোট্ট নাম…
আমরা হলাম জীবনের মঞ্চে,
হাসি-কান্নার সরঞ্জাম….
সুপ্রভাত….
—————–
সারা রাত জেগে তোর জন্য
খুঁজে দিলাম সকালের প্রথম
ওঠা মিষ্টি আলো,ওটা তোর মুখে
বেশ মানায় ভালো।
এটুকুর জন্য আরেকটা রাতই নাহয় জাগলাম।
শুভ সকাল
—————–
তুই ঘুমিয়ে থাকলেই মনে হয়
সকালটা হতে অনেক বাকি,,
মনে হয় পাগলিকে এখন আর
করবো না ডাকাডাকি..
—————–
তোর ঘুমন্ত চোখেই আটকে থাকে
ভোরের স্নিগ্ধ আলো,
তোর বদ্ধ চোখে সুর্যটাও বেহিসাবি
একটু সেও এলোমেলো..
—————–
আজও নাকি সকাল শুরু হবে
তোর চোখের ইশারায়,
তাই ওই অবুঝ সকালটাও
এখনও তোর ঘুম ভাঙার অপেক্ষায়..
—————–
হৃদয় কাড়া
সুরে কে গায়
ঘুম ভাঙ্গানি গান,
সাতসকালে
শুনে আমার
জুড়িয়ে গেল প্রাণ৷
সুরের পাখি
খুঁজছি আমি
সুরের পাখি কই,
ঘুম ভেঙে ফের
কোথায় গিয়ে
করছে সে হৈচৈ?
শুভ সকাল
—————–
উঠেছে সূর্য ,ফুটেছে সদ্য
এঁকেছি মনের ছবি
তুলির টানে ফোঁটাও ফুল
উঠুক নতুন রবি ….!
শুভ সকাল
—————–
পাখির ডাক তুমি …
শিশুর মুখের হাসি ,
শিশিরের বিন্দু তুমি …
তোমার খুশী তে আমি খুশি !!!!
সুপ্রভাত
—————–
বিশ্বাস কোনো কাজকে
সহজ করে দেয়না,
বিশ্বাস আসলে কাজটিতে
সফল করতে সাহায্য করে।
শুভ সকাল
—————–
পরিস্থিতি যতই কঠিন আসুক,নিজের
ধৈর্য্য ও শৌর্য্য কখনো হারিও না।
মনে রেখো,
গন্ত্যব্য যতই উঁচুতে হোক
রাস্তা পায়ের নিচেই থাকে।
শুভ সকাল
—————–
শান্ত শুশিলা স্নিগ্ধা রমনি
প্রভাত রাগীনি সেইতো,
আমার বাংলার বধূ
আছেগো নিয়ে,
মূখভরা মধু ৷৷
সুপ্রভাত
—————–
একটু হাসি একটা সিম কার্ড এর মতো
এবং জীবন একটা মোবাইল ফোন এর মতো
যখন তুমি ওই হাসির সিম কার্ড টা
জীবনের মোবাইল ফোনে ভরবে…
তখন একটা সুন্দর দিন চালু হবে…
শুভ সকাল…
—————–
বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পরছে…
ওদিক থেকে ঘুমের একটি হাওয়া
বার বার শরীরে ছুঁয়ে যাচ্ছে….
কিন্তু দায়িত্ত্ব আর অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না..
ஜ শুভ রাত্রি ஜ
—————–
যা পেয়েছি প্রথম দিনে,
তাই যেন পাই শেষে।
দু হাত দিয়ে বিশ্বরে ছুঁই,
শিশুর মতো হেসে।
শুভ সকাল
—————–
শুধু হাসলে সুখী নয়,
কান্দার মাঝেও সুখ আছে।
শুধু কাছে গেলে আপন নয়,
দূরে থাকার মাঝেও আপন হয়।
শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না,
নীরবতার মাঝেও ভালোবাসা থাকে।
শুভ সকাল
—————–
হয়তো সময় যাবে থেমে,
হয়তো সূর্য্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি আমাক…
শুভ সকাল
—————–
দিন যায় দিন আসে,
কেউ দূরে কেউ কাছে.
কারও মন এলোমেলো,
কারও মন খুব ভালো.
রাত গেল দিন এল,
নতুন সূর্য দেখা দিল |
শুভ সকাল…..
—————–
হয়তো সময় যাবে থেমে,
হয়তো সূর্য্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি আমাক…
শুভ সকাল
—————–
মিষ্টি সকাল – ঠাণ্ডা হাওয়া,
সূর্যের আলো আসা – যাওয়া ।
পাখিদের ওই মিষ্টি গান,
ফুলের মতো দোলায় প্রাণ।
মধুর সকাল – নরম আলো ,
দিনটা তোমার কাটুক ভাল।
সুপ্রভাত…….
—————–
বিশ্বাসে মেলায় বস্তু,
তর্কে বহুদূর।
জীবনে কাউকে বিশ্বাস করে দেখো
তারপর বুঝবে সে তোমাকে কতটা বিশ্বাস করে।
শুভ সকাল
—————–
ভাবছো তুমি পাশের সবাই
খুব ভালোবাসে,
ঝড়ের সময় যাচাই করো,
পাশে কজন থাকে।
শুভ সকাল
—————–
আলো আধারে এ কি মিলন মেলা …
পাখিরা সব করছে খেলা.. .
বলছে তারা মিষ্টি সুরে
শুভ হোক তোমার সারা বেলা ..
শুভ সকাল…
—————–
আমি এসেছি পাখিদের মধুর গান নিয়,
আমি এসেছি নাম না জানা ফুলের গন্ধ নিয়ে,
আমি এসেছি অনেক ভালোবাসা নিয়ে,
এসো ধরো আমার হাত, আমি যে সুপ্রভাত…
—————–
পাষাণ পৃথিবীর পাষাণ মানুষ ,স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ,দূরে গেলে অভিমান কাছে এলে অভিনয়,মানুষ যে নিষ্ঠুর এটাই তার পরিচয়।
শুভ সকাল
—————–
হলুদ পাখির মিষ্টি গান.সাত সকালের আহ্বান
ডাকছে পাখি ফুল বাগানে.
মিষ্ট মধুর কলতানে .
নতুন সকাল নতুন দিন.
তোমায় জানাই গুড মর্নিং
—————–
“সকাল বেলার সোনালী আলো” “আজ মনটা অনেক ভালো” “কিচির মিচির ডাকছে পাখি” “খুলে দেখো দুটি আঁখি” “শুভ হোক আজকের দিন” “জানাই তোমায়” ..গুড মর্নিং..
—————–
ভোরের প্রথম আলো যেমন সুন্দর,
ভোরের হাওয়া যেমন স্নিগ্ধ,
ভোরের পাখির ডাক যেমন মধুর,
তেমনই সুন্দর হয়ে উঠুক তোমার জীবন।
শুভ সকাল
—————–
গতকালের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে আজকের দিনটি শুরু করো,
তোমার জীবনের প্রতিটি পদক্ষেপের সিঁড়িতে অসীম সফলতা বয়ে আসুক।
সুপ্রভাত
—————–
আজি ভোরের হাওয়ায় তৃপ্ত যেন মন,
নেই যে কোনো শব্দদূষণ …..।
শান্ত স্নিগ্ধ বর্নময়,
বেলা হলেই শহর জুড়ে তপ্ত কান্ডময় ,
তবু হোক না জীবন ছন্দময় …
শান্ত সকালের শুভেচ্ছা রইলো।
ভালো কাটুক আজ সারাটাদিন।
—————–
নতুন করে আজ প্রভাতে…,
নব উদ্দাম কর্ম ব্যাস্ততার সাথে…।
একটু রোদ একটু বৃষ্টি আর দুকলম লেখা,
সকাল বেলায় এইটুকু থাকা..
সারাদিন আর নাইবা হলো দেখা
তবু একটু মনে রাখা…
সুপ্রভাত ।
—————–
ভোরের আকাশ ডাকছে তোমায়,
ঠান্ডা বাতাস জড়িয়ে ধরছে তোমাকে,
পাখিরা কিচির মিচির করে তোমাকে
জানাচ্ছে শুভ সকাল।
—————–
দেখেছি আজ লাল সূর্য পুবালী আকাশে,
সোনা রংয়ের রোদ নিয়ে সে মিষ্টি করে হাসে,
যায় শুকিয়ে শিশির কণা সূর্যের কিরণে,
মন আনন্দে হাসছে পাখি,সূর্যের আগমনে।
সুপ্রভাত
—————–
কখনো কখনো আমাদের নিজেদেরকেই নিজের সূর্যোদয় হয়ে উঠতে হয়।সুন্দর সকালে তোমাকে আমন্ত্রণ জানাই।
শুভ সকাল।।
—————–
সকাল বেলার সূর্যের কিরন লাগছে দারুন বেশ,
ঘাসের উপর শিশির কণা এবার হবে শেষ,
বাগানের ফুলের মন খারাপ ভ্রমরা কই,
বনের পাখি উঠেছে জেগে করছে হৈচৈ।
শুভ সকাল
—————–
যদি এই সকালে একটি বই হিসাবে আসে,
আমি তোমাকে তা উৎসর্গ করবো।
যদি এটি একটি খাদ্য হিসাবে আসে,
আমি আমাদের দুজনের জন্য তা ভাগ করে নেবো…
সুপ্রভাত…..
—————–
আপনার হাসি এমন এক আলো যা
অন্যদেরকে জানিয়ে দেয় আপনি
কতটা যত্নশীল এবং ভালো মানুষ…
তাই সবসময় হাসতে থাকুন…
শুভ সকাল….
—————–

3/5 - (3 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button