Status
Trending

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া – প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

প্রিয় বন্ধুরা আজকে কঠিন একটা জিনিস নিয়ে এসেছি জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া, প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া, নিজের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া, ছেলের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া, তোমার জন্মদিনে, তোমাকে জানাই অনেক শুভেচ্ছা। তোমার জীবন হোক সুখময়, তোমার স্বপ্নগুলো সত্যি হোক।

ভালোবাসার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা

আজকে আমার পৃথিবীর মধ্যে সবথেকে কাছের এবং পছন্দের মানুষের জন্মদিন আর এই জন্মদিনে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া। সারা জীবন ভালো থাকুন এই আশাই করি।

আজকে তোমার জীবনে বিশেষ একটি কারণ তুমি এই দিনে জন্ম নিয়েছিলে। মনে কি পড়ে পূর্বের জন্মদিনে দিয়েছিলাম তোমায় একটি লাল গোলাপ। আশা করি সে গোলাপের পাপড়িগুলো শুকিয়ে

তোমার জন্মদিন এর জীবনটা হোক সুন্দর। যেন না আসে দুঃখ কোনদিন। শুভ হোক তোমার প্রতিটি জন্মদিন।

আজকের এই জন্মদিন তোমার অন্যান্য জন্মদিনের চেয়ে একটু আলাদা হবে। তোমার সব স্বপ্নগুলো বড় হবে, আর যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে। তোমার শুভ জন্মদিনে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা।

তোমার জন্মদিনের সব আশা গুলো পূরণ হোক। তুমি সব সময় সুখে থাকো এটাই করি কামনা, শুভ জন্মদিন।

আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন চলার তৌফিক দান করুক। সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। শুভ জন্মদিন প্রিয়।

আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, হাজার হাজার বছর ধরে তোমার জন্মদিন ফিরে আসুক, শুভ জন্মদিন।

তোমার কোন বইয়ের পৃষ্ঠায় রেখে দিয়েছো। তোমার জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

☺️আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।
আপনি সদা খুশি থাকুন এবং আল্লাহর বরকত, রহমত, সন্তুষ্টি এবং
আনন্দ আপনার জীবনে বইতে থাকুক।☺️
💚🎂শুভ জন্মদিন🎂💚

আজকের এই জন্মদিন তোমার সুন্দরভাবে কাটুক,
দোয়া করি আগামী বছরও তোমার জন্মদিনটা আলোয় ভরে উঠুক এবং
সুন্দরভাবে দিনগুলো কাটুক।
💚🎂শুভ জন্মদিন🎂💚

এই সুখের দিনটি আপনার জীবনে বারবার ফিরে আসুক আনন্দের বার্তা নিয়ে।

এই দোয়া কামনা করেই আপনাকে জানাই-
🌹💚শুভ জন্মদিন💚🌹

আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে নীতিবান সৎ চরিত্রের বন্ধু একটি নিয়ামত।
আমি তোমাকে পেয়ে তা অনুভব করতে পেরেছি।
তাই তোমার জন্মদিন আমার জন্যে অত্যান্ত খুশির একটি দিন।
🥰🌷শুভ জন্মদিন বন্ধু🌷🥰

হে আল্লাহর বান্দা! জন্মদিনে তোমায় জানাই হাজারো সুখের অভিবাদন।
ভালো থেকো প্রতিটি ক্ষণে এইটায় শুধু আশা।
জন্মদিনে নিও আমার, অনন্ত ভালোবাসা।
💗💗শুভ জন্মদিন💗💗

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

মানুষের দেহ যেমন আত্মা ছাড়া মূল্যহীন,
ঠিক তেমনি আমার জীবন তোর বন্ধুত্ব ছাড়া মূল্যহীন, অপরিপূর্ণ। আমার অপূর্ণ জীবনটাকে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমায় জানাই জন্মদিনের অঢেল শুভেচ্ছা।
🌹💗শুভ জন্মদিন বন্ধু💗🌹

তুই আমার সেই বন্ধু যে মুখ দেখেই
বলতে পারিস মনের খবর।
আসলেই তোকে ছাড়া আমার জীবন অচল। সারাজীবন এভাবেই পাশে থাকিস।
🌹💗শুভ জন্মদিন বন্ধু💗🌹

আজও আছি সেই পাশাপাশি,
জিবনের শেষ দিনও বলতে চাই বন্ধু তোকেই ভালোবাসি,
🥀💗শুভ জন্মদিন বন্ধু💗🥀

আজকের এই সুন্দর দিনে তোর
এই পৃথিবীরতে আগমন।
দোআ করি এই দিন যেনো তর
জীবনে বার বার ফিরে আসে, হয়ে শুভক্ষন।
🥀💗শুভ জন্মদিন বন্ধু💗🥀

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু – স্টাইলিশ জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

ইসলামিক শুভ জন্মদিনের এসএমএস ২০২৪

দুনিয়ার রং তোমাকে বারবার মোহিত করবে। দুই দিনের এই ধোকার দুনিয়ার ফাঁদে পা না দিয়ে সারাজীবন সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাকে আজ এই পৃথিবী দেখার তৌফিক দান করেছিলেন। ভালো মানুষ এবং একজন ঈমানদার ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলো।

পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকতে আসেনা। আজ এই দিনে তুমি আল্লাহর ইচ্ছায় আমাদের মাঝে এসেছিলে আবার তার ইচ্ছাতেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যতদিন বেঁচে আছো মহান আল্লাহর দাসত্ব করে যাও। তাহলে চিরস্থায়ী সুখের সন্ধান পাবে।

আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে হাজার হাজার শুকরিয়া আরো একটি বছর তোমায় পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেছেন, যতদিন বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমীন।

আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন, আজকের এই দিনে পৃথিবীর মুখ আলো করে তুমি জন্ম নিয়েছিলে। আরো হাজার বছর বেঁচে থাকো মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি।

দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে করে ততদিন আল্লাহর দয়ায় বেঁচে থাকবে তিনি তোমাকে সৎ পথে চলার তৌফিক দান করুন।একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠো।

আজকের দিনে যেমন তুমি পৃথিবীতে এসেছিলে মৃত্যু ও অপেক্ষা করছে এমন ই কোনো এক দিনে এটা মনে রেখে পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান করতে হবে। আল্লাহ তোমাকে নেক আমল করার তৌফিক দান করুন, আমীন।

আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠো,সর্বদা সত্যের পথে থেকে মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল অর্জন করো। মহান সৃষ্টিকর্তা আজকের এই দিনটি যেন আরো শতবার তোমার জীবনে নিয়ে আসে, আমীন।

আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের থেকেও যেনো আত্মিক সৌন্দর্য বেশি হয়। সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা

আরো একটি বছর করলে তুমি পার,,
সুস্থ থেকো ভালো থেকো এই কামনা বারবার।
জন্মদিনের শুভেচ্ছা আদরের ছোট ভাই,,, লক্ষ্য পূরণে এগিয়ে যাও।
ইনশাআল্লাহ বড় ভাইয়ের সাপোর্ট পাবে সবসময়।
🥰🥰শুভ জন্মদিন🥰🥰

সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া ভাই নামক উপহারকে,,,
আরেকটি উপহার দিয়ে জানাই জন্মদিনের শুভেচ্ছ!
❤️🌺শুভ জন্মদিন🌺❤️

প্রিয় অনুজ, তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
জীবনের সর্বদিকে যেন জাগে তোমার সৎ ইচ্ছা।
ভালো থাকো সবসময় আমাদের আদরের মণি হয়ে,,,
চঞ্চলতায় মাতিয়ে রাখো ঘরের প্রাণ হয়ে।
প্রত্যাশা রাখি জীবন তোমার রাঙাবে সফলতায়।
এগিয়ে যাও সকল ক্ষেত্রে চলো সুনিপুণ ধারায়।
🌹💚🎂শুভ জন্মদিন🎂💚🌹

ভালোবাসা এবং ভালো থাকার আরেক নাম হচ্ছে- আদরের ছোট ভাই।
❤️🌺শুভ জন্মদিন🌺❤️

আমার স্নেহের ছোট ভাই, আজকে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
তোমার জীবন হয়ে উঠুক আকাশের মত উদার, চাঁদের মতো উজ্জ্বল, ঢেউয়ের মত উচ্ছল।
তোমার জীবনের প্রতিটি পদে-পদে আসুক সফলতা,
এটাই আমার তোমার জন্য কামনা।
🌹💚🎂শুভ জন্মদিন🎂💚🌹

শুভ জন্মদিন স্ট্যাটাস

আজ তোমার জন্মদিন,,,
জীবন হোক তোমার রঙিন,,,
সুখ যেন না হয় বিলীন,,,
দুঃখ যেনো না আসে কোনদিন,,,
🌹💚শুভ জন্মদিন💚🌹

সুন্দর এই ভূবনে,,,
সুন্দর জীবন হোক তোমার।
পূরণ হোক প্রতিটা স্বপ্ন,
প্রতিটা আশা,
বেচে থাক হাজার বছর নিয়ে সকলের ভালোবাসা।
🖤🎂শুভ জন্মদিন🎂🖤

অভিমানের মেঘ ভাষিয়ে দাও অনেক দূরে,,,
মন খারাপের দিনটা তোমার না আসুখ ফিরে।
দুক্ষগুলো দাও উরিয়ে ঐ আকাশের নীরে,,,
অসীম সুখ বয়ে আসুখ তোমার জীবন জুড়ে।
❤️🌺শুভ জন্মদিন🌺❤️

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

”শুভ জন্মদিন প্রিয়,আজকের এই দিনটা শুধু তোমার জন্য,আজকের দিনে সব কেক-ভালবাসা-হাগ ওপৃথিবীর সবখুশির যোগ্য একমাত্র তুমি। তাই আজকের দিনটা উপভোগ করে কাটাও”

জীবনে বয়স গুরুত্বপূর্ণ নয়,জীবনে গুরুত্বপূুর্ণ বেচে থাকা।তাই যখন জন্মদিন আসে তখন সেই বছরের জন্য কৃতঞ্জ হন।শুভ জন্মদিন ডিয়ার।

এইদিনটা আমার কাছে সকসময় ব্রাইট এবং সুন্দর কারণ আমার জীবণের ভালবাসা এই দিনে জন্মগ্রহন করেছে।হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার।

তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ,আজকে এই দিনটা তোমার।তাই আজকের দিনটা আনন্দের সাথে উপভোগ কর।মুভ জন্মদিন।

”আপনার বিশেষ দিনে-আমি আপনাকে শুভ কামনা করি,আমি আশা করি এই দুর্দান্ত দিনটি আপনার রিদয়কে আনন্দ এবং আর্শীবাদ পূর্ণ করবে”

”আজকে তোমার জন্মদিন,আর এই বিশেষ দিনে আমার তরফ থেকে তোমাকে অনেক ভালবাসা ও প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি”

সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম হোক তোমার জীবন, পূরণ হোক তোমার প্রতিটি আশা বেঁচে থাক হাজার বছর ধরে, শুভ জন্মদিন

আজকের এই দিনে সবকিছু হোক নতুন কর, সুখের স্মৃতিগুলো থাক কাছে দুঃখগুলো যাক দূরে,জরাজীর্ণ অতিতটাকে রেখো না আর মনে,নব উদ্যোগে কাজ করা নতুন এই দিনে শুভ জন্মদিন।

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ইংরেজি ও বাংলা

You are the reason my smile is happy. (আমার হাসি খুশি থাকার কারণ তুমি)

I will always be by your side in your pursuit of enlightened perfection. (তোমার আলোকিত পূনর্তার জীবনের প্রচেষ্টায় পাশে সবর্দা পাশে থাকবো তোমার হয়ে)

My Dear Love, Many Many Happy Returns Of The Day.( আমার ভালোবাসার এই দিনটি বার বার ফিরে আসুক)

Today is a very happy day because today is your happy birthday. (আজকের এই দিনটা অনেক খুশির দিন আনন্দের দিন কারণ আজ তোমার শুভ জন্মদিন)

Happy birthday My sweet Heart. ( শুভ জন্মদিন ওগো প্রিয়তমা)

May Allah bless and happiness for the day. (আজকের এই দিনটির জন্য আল্লাহ তোমাকে সুস্থ রাখুক)

May your day will field a great memory. ( আপনার দিনটি দুর্দান্ত মুহূর্তময় হোক)

All the happiness in my face is for you. (আমার সকল হাসি তোমার জন্য)

4.1/5 - (16 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button